পথচারীদের রাস্তা পারাপারে মিরপুরে-২ এ দেশের প্রথম ডিজিটাল রোডক্রসিং

অক্টোবর ০৬ ২০২০, ২১:৪৭

Spread the love
আগমনী ডেস্কঃ পথচারীদের নিরাপদভাবে পার হওয়ার জন্য মিরপুরের রাস্তায় বসানো হয়েছে ডিজিটাল রোডক্রস। মিরপুর-২-এ বসানো এত উন্নত প্রযুক্তির রোড ক্রসিং সিস্টেম এর আগে দেশের কোথাও স্থাপন করতে দেখা যায়নি।মিরপুরের ঢাকা কমার্স কলেজের সামনের রাস্তায় বসানো নতুন এই প্রযুক্তি।

ডিজিটাল রোডক্রসের বিশেষত্ব হচ্ছে, কোনো পথচারী রাস্তা পার হওয়ার জন্য নির্দিষ্ট সুইচে চাপ দিলে নিচ থেকে ট্রাফিক পিলার উঠে দাঁড়াবে। এই পিলারই রাস্তা রোধ করে দাঁড়াবে, ফলে থেমে যাবে গাড়ি। রাস্তা পার হওয়ার পরে স্বয়ংক্রিয়ভাবে এই পিলার আবার রাস্তার নিচে নেমে যাবে।

এর আগে উল্টোপথে যানবাহন চলাচল ঠেকাতে ঢাকার প্রতিরোধক যন্ত্র স্থাপন করা হয়েছিল। কিন্তু কিছু দিনের মধ্যেই যন্ত্রটি অচল হয়ে পড়লে সরিয়ে নেয় ট্রাফিক পুলিশ। সেই যন্ত্রের বিশেষত্ব হলো, কোনো যানবাহন সড়কের উল্টোপথ দিয়ে গেলেই প্রতিরোধক যন্ত্রের সঙ্গে যুক্ত কাঁটাগুলো গাড়ির চাকায় বিঁধে চাকা ফুটো করে দেয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও