বরিশালের কীর্তনখোলায় মা ইলিশ শিকার প্রতিরোধে প্রশাসন, নৌবাহিনী ও নৌপুলিশ

অক্টোবর ১৪ ২০২০, ২২:৫৫

Spread the love

আগমনী ডেস্কঃ ইলিশের প্রজনন বাড়াতে মা ইলিশ রক্ষায় ২২ দিন ইলিশ আহরণ বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘোষণা উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯টায় বরিশালের কীর্তনখোলা নদীতে ইলিশ শিকার প্রতিরোধে যৌথভাবে মহড়া দেয় জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, নৌবাহিনী ও নৌপুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন শুধু ইলিশ আহরণই নয়, বেচা-কেনা, মজুদ ও সরবরাহও বন্ধ করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা আবু সাইদ জানান, গত বছর বরিশালে ৫২ হাজার মেট্রিক টন ইলিশ আহরণ করা হয়েছে। এবছর সঠিকভাবে মা ইলিশ ও জাটকা সংরক্ষণ করা গেলে ৬০ হাজার মেট্রিক টন আহরণের আশা করা হচ্ছে।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, মা ইলিশ রক্ষায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলেদের বাইরে অতিউৎসাহী কেউ ইলিশ শিকারে নাদীতে গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া দুয়েক দিনের মধ্যেই সরকারি সহায়তা কার্ডধারী জেলেদের কাছে পৌঁছে দেওয়া হবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও