সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ৩য় জানাজা শেষে রফিক-উল হক বনানী কবরস্থানে সমাহিত হবেন

অক্টোবর ২৪ ২০২০, ১৪:৫৬

Spread the love

আগমনী ডেস্কঃসাবেক অ্যাটর্নি জেনারেল প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।সকাল সাড়ে ১০টায় তার প্রথম জানাজা আদ্-দ্বীন হাসপাতালে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আদ-দ্বীন জামে মসজিদের ইমাম হাফেজ সাইদুল ইসলাম। দ্বিতীয় জানাজা বাদ জোহর বায়তুল মোকাররমে এ সম্পন্ন হয়েছে।এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।
বায়তুল মোকাররমে জানাজা শেষে ব্যারিস্টার রফিক-উল হকের মরদেহ নেওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে। সেখানে তৃতীয় জানাজা শেষে প্রবীণ এ আইনজীবীকে বনানীতে কবরস্থানে সমাহিত করা হবে।

 

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও