সামসুল মাস্টারকে ১টি গৃহ দিয়েছেন সরকারি কর্মকমিশনের সচিব মোছাঃ আছমা খাতুন

নভেম্বর ১৪ ২০২০, ২৩:০০

Spread the love

আগমনীী ডেস্কঃজায়গা আছে ঘর নাই, এমন মানুষদের প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সচিবগণ ২টি করে বাড়ি উপহার দেবেন।এর আওতায় বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সচিব মোছাঃ আছমা খাতুন মেহেরপুর সদর উপজেলার পিরোজপুরে মীর সামসুল মাস্টারকে ১ টি গৃহ উপহার দিয়েছেন।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

শনিবার দুপুরে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খাঁন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন গৃহ উপহার এর প্রধান পৃষ্টপোশক বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সচিব মোছাঃ আছমা খাতুন, জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোকাম্মেল হোসেন, পিরোজপুর ইউপি চেয়ারম্যান বাবলু বিশ্বাস।

গৃহ উপকারভোগী মীর সামসুল মাস্টার গৃহ উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।প্রধান অতিথি তার বক্তব্য বলেন যার জমি আছে ঘর নাই তাদের প্রত্যেককে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে গৃহ নির্মাণ করে দেওয়া হবে।গৃহ র্নিমাণে ব্যয় হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা। এছাড়াও মেহেরপুর সদর উপজেলায় সরকারী হিসাবে ৬৬টি গৃহ নিমার্ণের কাজ চলছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও