গাজীপুরের শ্রীপুরে স্কুল পড়ুয়া ৩ সহোদরের স্কুলব্যাগের সাথে কাঁধে লাঙলের জোয়াল

জানুয়ারি ০১ ২০২১, ১৩:৩৫

Spread the love
আগমনী ডেস্কঃগাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা (উত্তরপাড়া) এলাকায় তাদের বাড়ী। তাদের বাবা তোফাজ্জল হোসেন শ্রীপুরের মাওনা চৌরাস্তায় চায়ের দোকানি।স্কুল পড়ুয়া তিন সহোদর আরাফাত সানী, শাকিল ও সাইম গরু বা কোনো গবাদি পশু ছাড়াই জমিতে বীজ রোপনের জন্য জমি সমান করার জন্য এক ভাইকে মইয়ের ওপর বসিয়ে দুই ভাই তা টেনে কাদামাটি সমান করে ধানের চারা রোপণ করেছে। জমি চিরার জন্য শুধু  ট্রাক্টর ব্যবহারের পরে পরবর্তী সব ধাপ নিজেরাই করেছে।

এভাবে ৩৫ শতক জমিতে ধানের চারা রোপণ করে এলাকার মানুষের কাছে তারা আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। এলাকাবাসী ও শিশুদের মা ফাতেমা খাতুন বলেন, তার তিন সন্তান। আরাফাত সানী টেংরা আলহাজ নওয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। মেজ ছেলে শাকিল পঞ্চম শ্রেণি পাস করে হাফেজি মাদ্রাসায় পড়ছে। ছোট ছেলে সাইম প্রথম শ্রেণিতে পড়ছে।

সরকারি গেজেটভুক্ত ৩৫ শতক জমিতে স্বামী সন্তান নিয়ে বসবাস করেন। বছর খানেক আগে প্রতিবেশী জগদীশের কাছ থেকে ৩৫ শতক শাইল জমি ঋণ গ্রহণ করেন। বছরে দুবার জমিতে ধান আবাদ করেন। চলতি মৌসুমে ওই জমিটুকু আবাদের জন্য বাড়ির পাশে ধান ছিটিয়ে বীজতলা তৈরি করেন। তার ছেলেরাই জমিতে পানি সেচ দেয়। পরে ট্রাক্টর ভাড়া করে চাষ করে নিজেরাই মই দিয়ে জমি তৈরি করে। পরিবারের গৃহিণী বাড়ির পাশে মৌসুমী শাকসব্জীর আবাদও করে থাকেন।

প্রতিবেশী মনোয়ার হোসেন বলেন, তোফাজ্জলের শিশু সন্তানরা ছোটবেলা থেকেই কষ্ট সহিষ্ণুতার শিক্ষা পেয়েছে। এলাকাবাসী তাদের এ কাজটিকে ইতিবাচক ও শিক্ষণীয় হিসেবেই দেখছে।

 

 

 

 

 

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও