ওপেন হাউজ ডে একটি জনকল্যাণমূলক জবাবদিহি প্লাটফর্মঃবিএমপি কমিশনার

জানুয়ারি ০৮ ২০২১, ১৯:৫৮

Spread the love

আগমনী ডেস্কঃ’ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় বলেন,’জনগণের সাথে আস্থা ও বন্ধুত্বের সম্পর্ক তথা নির্ভেজাল আইন প্রয়োগ করে অপরাধ দমন করার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব”।

০৭ জানুয়ারী, ২০২১ খ্রিঃ কাউনিয়া থানা কর্তৃক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।তিনি আরও বলেন,ওপেন হাউজ ডে একটি জনকল্যাণমূলক জবাবদিহি প্লাটফর্ম। কাজের স্বচ্ছতা বজায় রেখে সাধারণ মানুষের কষ্ট লাঘব করে ন্যায় বিচার নিশ্চিত করতে এই ওপেন হাউজ ডে।

তিনি বলেন, পুলিশ জনগণ পরষ্পর বন্ধু, বর্তমান পুলিশ নারী বান্ধব,শিশু বান্ধব , জনবান্ধব পুলিশ। দোরগোড়ায় সেবা নিশ্চিত করতে বেশি বেশি তথ্য প্রয়োজন। আমরা যতো বেশী তথ্য পাবো ততোধিক সমৃদ্ধ হবো। প্রতিটি এলাকায় বিট পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে। বিট অফিসার বিট এলাকায় সামাজিক নেতা,তিনি জনগণকে সাথে নিয়ে আন্তরিক প্রচেষ্টায় যাবতীয় কুকর্মের বিষবাষ্প বন্ধ করবেন।

ওপেন হাউস ডে’র মাধ্যমে আমাদের ও উপকার হয়। আমরা কিভাবে কাজ করলে আরো উন্নত সেবা নিশ্চিত করতে পারি তা সরাসরি জানা যায়। দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তার কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবার সম্মুখে তাকে শোনা হয়।

এই ওপেন হাউজ ডে’তে আমরা তিন ধরনের আবেদন গুরুত্ব সহকারে শুনে থাকি ; ভুক্তভোগীর কথা শুনি, সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ শুনি এমনকি আমাদের কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা তা সরাসরি আপনাদের কাছ থেকে শুনে থাকি এবং সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করে থাকি।

আমরা এই VISION 2021 এ পৃথিবীর মধ্যম আয়ের দেশে পদার্পণ করতে যাচ্ছি, আমাদের অর্থনীতির চিত্র অনেক সমৃদ্ধ। এই অর্থনীতির চাকা সচল রাখতে, স্থিতিশীল সমাজ উপহার পেতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা পূর্ব শর্ত। আর তা বাস্তবায়নে জনগণের আন্তরিক অংশগ্রহণ একান্ত কাম্য।

তাই জনগণ যতবেশি পুলিশকে তথ্য দিয়ে পাশে থেকে সহায়তা করবে ততো বেশি বেশি তথ্য জেনে দোরগোড়ায় নির্ভেজাল সেবা পৌঁছে দেয়া সম্ভব এবং

অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি জনাব প্রলয় চিসিম বলেন,থানা সবার জন্য উন্মুক্ত। সংশ্লিষ্ট বিট পুলিশিং কার্যালয়ও থানা সমতূল্য। যার যা অভিযোগ আছে তা বিট অফিসারকে জানাতে পারেন।যেখানে সরাসরি শীর্ষ কর্মকর্তা পর্যন্ত সমস্যা জানাতে পারছেন সেখানে থানায় কোন দালালের জায়গা নেই।

সরকারের কোন ডিপার্টমেন্ট কি কাজ করে সে বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকা উচিত। উদাহরনস্বরুপ রাস্তা মেরামত যেমন পুলিশের কাজ নয়, এ সংক্রান্তে পুলিশকে প্রতিপক্ষ ভাবলে চলবে না। যাঁর যতটুকু কাজ সে ততটুকু সমাধান করার ক্ষমতা রাখে।

তিনি বলেন, পুলিশ জনগণ পরষ্পর বন্ধু, বর্তমান পুলিশ নারী বান্ধব,শিশু বান্ধব , জনবান্ধব পুলিশ। দোরগোড়ায় সেবা নিশ্চিত করতে বেশি বেশি তথ্য প্রয়োজন। আমরা যতো বেশী তথ্য পাবো ততোধিক সমৃদ্ধ হবো। প্রতিটি এলাকায় বিট পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে। বিট অফিসার বিট এলাকায় সামাজিক নেতা,তিনি জনগণকে সাথে নিয়ে আন্তরিক প্রচেষ্টায় যাবতীয় কুকর্মের বিষবাষ্প বন্ধ করবেন।

সমাজ থেকে অপরাধ নির্মূলে যে কোন পদ্ধতিতে পরিচয় গোপন রেখেও আমাদের তথ্য প্রদান করতে পারেন।

 

 

সরকারের কোন ডিপার্টমেন্ট কি কাজ করে সে বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকা উচিত। উদাহরনস্বরুপ রাস্তা মেরামত যেমন পুলিশের কাজ নয়, এ সংক্রান্তে পুলিশকে প্রতিপক্ষ ভাবলে চলবে না। যাঁর যতটুকু কাজ সে ততটুকু সমাধান করার ক্ষমতা রাখে।

উপ-পুলিশ কমিশনার বিএমপি উত্তর জনাব মোঃ খাইরুল আলম বলেন,আমরা যাঁরা সেবাদানে নিয়োজিত আছি,আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকল্পে আমাদের কারো বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকে আপনারা সরাসরি উপস্থাপন করতে পারেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সর্বস্তরের কর্মকর্তা তা সাধ্যমত আমলে নিয়ে সমাধান করে দিবেন। দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে আপনাদের সহযোগিতা কামনা করছি।

ইউপি চেয়ারম্যান শায়েস্তাবাদ জনাব আরিফুজ্জামান মুন্না বক্তব্যে বলেন, “এলাকায় খবর হইয়া গেছে অপরাধীর ছাড় নাই,পুলিশ কমিশনারের ধারে কোনমতে যাইয়া পৌঁছাও দেকপাআনে কাম শুরু অইয়া গেছে, আর কোতাও যাওয়া লাগবে না ” এমন খবর এখন গোটা নগরবাসীর মুখে মুখে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিএমপি উত্তর জনাব মোঃ ফজলুল করীম, সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া থানা বিএমপি, অফিসার ইনচার্জ কাউনিয়া থানা বিএমপি জনাব মোঃ আজিমুল করীম, টিআই বিএমপি জনাব বিদ্যুৎ চন্দ্র দে,পুলিশ পরিদর্শক তদন্ত জনাব মোঃ ছগির হোসেন, অন্যান্য কর্মকর্তা সহ ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও