উদ্বোধনের অপেক্ষায় ফেনী নদীর উপর নির্মিত ভারত- বাংলাদেশ মৈত্রী সেতু ১

জানুয়ারি ১৬ ২০২১, ১৮:১৪

Spread the love

সাইফুল ইসলাম ,রামগড় উপজেলা প্রতিনিধিঃ রামগড় সাবরুম স্থলবন্দরের জন্য খুবই গুরুত্বপূর্ণ  ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু ১ এর নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। ফেনী নদীর উপর রামগড় সাবরুম অংশে নির্মিত সেতুটি এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

২০১৭ সালের নভেম্বরে নির্মাণকাজ শুরু করে দুই বছরের মধ্যে সেতুটি নির্মাণের কথা থাকলেও প্রাণঘাতি করোনা সংক্রমণের কারণে কয়েক মাস নির্মাণ কাজ বন্ধ থাকায় দীর্ঘ ৩ বছর পর সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হচ্ছে। সেতু নির্মাণ হওয়ার পরই বহু প্রতীক্ষিত বাংলাদেশের রামগড়-ভারতের সাবরুম স্থলবন্দরের কার্যক্রম চালু হবে।

পার্বত্য চট্টগ্রামের প্রথম এ স্থলবন্দর চালু হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্য, পর্যটনশিল্প, আমদানী-রপ্তানি, যোগাযোগ, কর্মসংস্থানসহ অর্থনৈতিক উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করা যাচ্ছে। অন্যদিকে ভারত সরকারও অনুন্নত রাজ্যের গেটওয়ে হিসেবে দেখছেন এই স্থলবন্দটিকে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও