মুজিববর্ষে প্রধানমন্ত্রী ভালুকার ১৯৯টি পরিবারকে জমিসহ ঘর প্রদান করেন

জানুয়ারি ২৩ ২০২১, ১৯:০৭

Spread the love

মোঃকামরুল হাসান, ভালুকা, ময়মনসিংহঃ মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা বাংলাদেশের ৬৬ হাজার ১৮৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান গনভবন থেকে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি। প্রথম পর্যায়ে ময়মনসিংহের ভালুকা উপজেলায় ১৯৯ টি পরিবারকে দলিল সহ জমি ও গৃহ প্রদান করা হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকার মাটি ও মানুষের নেতা জননেতা আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য জনাবা মনিরা সুলতানা মনি মহোদয়, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা আলহাজ্ব আবুল কালাম আজাদ মহোদয়, ভাইস চেয়ারম্যান জননেতা রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শওকত আলী সাহেবে, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব গোলাম মোস্তফা সাহেব, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, ভালুকা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল হাসান তুহিন স্যার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা সালমা খাতুন মহোদয়, সহকারী কমিশনার, ভূমি, অফিসার ইনচার্জ, ভালুকা এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ প্রমুখ…

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও