সাপাহারে বে-সামরিক গেজেটধারী বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই সমাপ্ত

ফেব্রুয়ারি ০৬ ২০২১, ২১:৩০

Spread the love
মাহমুদুল হাসান, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বে-সামরিক গেজেটধারী বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।৬ ফেব্রুয়ারী শনিবার সকালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা’র) আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা পরিষদ হলরুমে জামুকা’র অনুমোদন ব্যাতীত বে-সামরিক গেজেটধারী বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলীর সভাপতিত্বে, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরীর সমন্বয়ে ৪ সদস্য বিশিষ্ট যাচাই-বাছাই কমিটির মাধ্যমে উক্ত কার্যক্রম পরিচালনা করা হয়। এসময়ে উপজেলার ১৩ জন বীর মুক্তিযোদ্ধা তাদের স্ব-পক্ষে তথ্যউপাত্ত সহ স্বাক্ষী প্রমান উপস্থাপন করেন।
এসময় উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা সহ গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও