গোপালগঞ্জে প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার নিম্নআদালতে ১০ জঙ্গির ফাঁসি হাইকোর্টে বহাল

ফেব্রুয়ারি ১৭ ২০২১, ২১:৩৭

Spread the love

আগমনী ডেস্কঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় নিম্নআদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ জঙ্গির ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

ভাষার মাসের প্রতি সম্মান জানিয়ে বাংলায় এ রায় দেন আদালত।

মৃত্যুদণ্ড বহাল থাকা আসামিরা হলেন- ওয়াশিম আখতার ওরফে তারেক হোসেন, মো. রাশেদ ড্রাইভার ওরফে আবুল কালাম, মো. ইউসুফ ওরফে আবু মুসা হারুন, শেখ ফরিদ ওরফে মাওলানা শওকত ওসমান, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বক্কর, হাফেজ মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই ও মাওলানা আবদুর রউফ ওরফে আবু ওমর।

একইসঙ্গে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি সরোয়ার হোসেন মিয়াকে খালাস দিয়েছেন আদালত। এছাড়া আসামি মুহিবুল্লাহ ওরফে মফিজুর রহমানের ১৪ বছর সাজা খাটা হলে তাকে মুক্তি দিতে বলেছেন আদালত।

এর আগে ১ ফেব্রুয়ারি মামলায় সব পক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের জন্য ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য রাখে আদালত।

প্রধানমন্ত্রীর দল আওয়ামী লীগ তাদের নেত্রীকে অন্তত ১৯ বার হত্যা চেষ্টার অভিযোগ করে আসছে। এসব ঘটনায় মামলার তথ্য মিলেছে ১৪টির। বিচারিক আদালতে রায় হয়েছে ছয়টির। বাকি সাতটি মামলা এখনও ঝুলে আছে।

যেসব মামলার বিচারিক আদালত থেকে রায় হয়েছে তার মধ্যে এই প্রথম কোনো মামলার রায় এল উচ্চ আদালত থেকে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও