রূপগঞ্জে তাঁতী কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী

ফেব্রুয়ারি ২০ ২০২১, ১৬:৩৮

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধিঃ রূপগঞ্জে তাঁতী কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। শনিবার ( ২০ ফেব্রুয়ারি) সকালে রূপগঞ্জ বেসিক সেন্টারে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। জানা গেছে “তাঁতীদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে চলতি মূলধন সরবরাহ ও তাঁতের আধুনিকায়ন”শীর্ষক প্রকল্পের আওতায় ইনোভেশন কার্যক্রম এর অংশ হিসেবে ২৬১ জনের মাঝে তাঁতী কার্ড বিতরণ করা হয় ।

বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান শাহ আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান সহ অনেকে। অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, পহেলা বৈশাখে তাঁতের কাজ হয়। করোনার প্রভাবে এবার তাঁতের কাজ হয় নাই। পহেলা বৈশাখে কাজ না হওয়াতে তাঁতীরা নিঃশ্ব হয়েছে। সারাদেশে তাঁতীদের অবস্থা ভালো না। আমরা চেষ্টা করছি তাঁতীদের অবস্থার উন্নয়নের। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তাঁতীদের অবস্থার উন্নয়নের জন্য বেশি কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।####

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও