রূপগঞ্জ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বস্ত্র ও পাটমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১ ২০২১, ১২:৩৪

Spread the love

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধিঃ অমর একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে রূপগঞ্জ উপজেলা শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এসময় তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজানো হয়।

পরে গোলাম দস্তগীর গাজী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সাথে নিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, সহকারী কমিশনার ( ভূমি) আফিফা খাঁন, রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদের , অতিরিক্ত পুলিশ সুপার মাহিন ফরাজী,কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমানসহ অনেকে। পরে বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, চলতি বছর আমরা স্বাধীনতার ৫০ বছর পালন করব। মুজিববর্ষ উদযাপন হচ্ছে। তার সাথে একুশে ফেব্রুয়ারি পালন করছি। এটা খুবই আনন্দের। তিনি বলেন, ভাষা শহীদদের মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। পৃথিবীতে বাঙালিরাই একমাত্র রক্তদিয়ে মাতৃভাষা প্রতিষ্ঠা করেছে। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর বিরাট অবদান রয়েছে। সেটা তরুণ প্রজন্মকে জানাতে হবে। বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ করতে হবে। তবেই বাংলা ভাষার মর্যাদা রক্ষা পাবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও