রামগড়ে পাহাড়ের মাটি চাপা পড়ে একজনের মৃত্যু।

ফেব্রুয়ারি ২৩ ২০২১, ২১:০৮

Spread the love

সাইফুল ইসলাম,রামগড় উপজেলা প্রতিনিধিঃ খাগড়াছড়ির রামগড়ে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে মিজানুর রহমান (৪৫) নামে এক সৌদি প্রবাসি নিহত হয়েছেন।

আজ (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সম্প্রুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানায়, নিহত মিজানুর রহমান সকালে সম্প্রুপাড়ায় নিজের বাড়ি এলাকায় ২জন শ্রমিক নিয়ে একটি পাহাড় কাটাছিলেন। এ সময় হঠাৎ মাটির বিরাট অংশ ধ্বসে পড়ে মিজানের ওপর। তিনি ঐসময় পাহাড়ের নিচে থেকে কোদাল দিয়ে মাটি সমতলের কাজ করছিলেন। শ্রমিক ও স্থানীয় লোকজন প্রায় ১০/১৫ মিনিট চেষ্টার পর মাটি সরিয়ে মিজানকে উদ্ধার করেন। পরে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিজানুর রহমান সম্প্রুপাড়ার মোঃ ফরিদের ছেলে। তিনি সৌদি প্রবাসী।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে । এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ওসি জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও