শিক্ষা-দীক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য হয়ে অধিকার আদায় করে নিতে হবেঃপ্রধানমন্ত্রী

মার্চ ০৮ ২০২১, ১৭:৩১

Spread the love

আগমনী ডেস্কঃ ধর্ম ও সামাজিকতার অজুহাতের অচলায়তন ভেদ করে নারীরা এখন সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অধিকার আদায়ের যোগ্যতা অর্জন করতে হবে নারীদের।

সোমবার (০৮ মার্চ) সকালে গণভবন থেকে শিশু একাডেমিতে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘নারী অধিকার দাও, নারীর অধিকার দাও- বলে চিৎকার করে ও বক্তব্য দিলেই হবে না। খালি আন্দোলন করলেই অধিকার আদায় হয় না। অধিকার আদায় করে নিতে হবে। সেটা আদায় করতে যোগ্যতা লাগবে। সে যোগ্যতা শিক্ষা-দীক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আসবে।’

নারী উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘নারী সক্ষমতা অর্জনে আশ্রয়ণ প্রকল্পে যৌথ নামে বাড়ি হস্তান্তর করা হয়েছে। নীতিমালায় এটিও ছিল, যদি স্বামী-স্ত্রীর মধ্যে সংঘাত হয়, তাহলে ওই ঘরের মালিক কিন্তু মেয়েরাই হবে। মেয়ের কাছেই থাকবে এই সম্পত্তিটা। অর্থাৎ, মেয়েদের যেন একটা ঠিকানা থাকে। আর, বর্তমানে মুজিববর্ষ হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। সে কারণেই কিন্তু ঘরের মালিকানা দেওয়ার সময় নারী-পুরুষ দুজনের নামই দেওয়া হয়েছে।’

নারীদের প্রতি সহিংসতা রোধ এবং নারীদের সুরক্ষা দেওয়ার জন্য বর্তমান সরকার বেশকিছু আইন ও কর্মপন্থা প্রণয়ন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া অর্ধেক জনগোষ্ঠীকে আলাদা রেখে জাতির সঠিক উন্নয়ন সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘যেকোনো একটা অর্জনের পেছনে একজন নারীর যে অবদান থাকে, সেটাই সবচেয়ে বড় কথা। আমাদের এই সমাজকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে সবচেয়ে প্রয়োজন—নারী-পুরুষ নির্বিশেষে সবাই এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও