দিনাজপুর চিরিরবন্দরে ইয়াবা ও গাঁজা সহ এক নারী মাদক বিক্রেতা গ্রেপ্তার

এপ্রিল ০১ ২০২১, ১৭:০৫

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় র‌্যাব-১৩ বিশেষ অভিযান চালিয়ে ১,২২১ পিস ইয়াবা ও ৪১ কেজি গাঁজাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে । বুধবার (৩১ মার্চ) সকালের দিকে দিনাজপুর র‌্যাব-১৩র উপ পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত মাদক ব্যবসায়ী মহিলার নাম রানু রানী রায়(৪৫)।
দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ১১ নং তেতুলিয়া ইউনিয়নের বৈকুন্ঠপুর ডাঙ্গাপাড়ার তার বাড়ী। দিনাজপুর র‌্যাব-১৩র উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানায়, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেই মাদক ব্যবসায়ী নারীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে হাতে নাতে ১,২১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪১ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ রানুকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আজ তাকে দিনাজপুর চিরিরবন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও