বাকপ্রতিবন্ধী ও নিরক্ষর শিশুটিকে তার বাবা মার কাছে ফিরিয়ে দিতে চান পুলিশ

এপ্রিল ০৮ ২০২১, ২০:২৭

Spread the love

আব্দুল্লাহ আল সুমন বিশেষ প্রতিনিধি ( ঠাকুরগাঁও) : বাকপ্রতিবন্ধী ও নিরক্ষর শিশুটির বয়স আনুমানিক আট বছর। কথা বলতে পারে না, লিখতেও পারে না। বাবা-মাকে হারিয়ে ঠাকুরগাঁও শহরে আসা বাকপ্রতিবন্ধী এই শিশুটিকে বৃহস্পতিবার (০৮ এপ্রিল) দুপুরে উদ্ধার করেছে পুলিশ। দুপুরের পর থেকেই তাকে ঠাকুরগাঁও সদর থানায় রাখা হয়েছে। পরিচয় শনাক্তে শিশুটির বাবা-মাকে খুঁজছে পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, দুপুরের দিকে ঠাকুরগাঁও শহরের রোড কালিতলা এলাকা থেকে আট বছর বয়সী বাকপ্রতিবন্ধী শিশুটির বিষয়ে থানায় খবর দেওয়া হয়।খবর তিনি ও পুলিশ কর্মকর্তারা সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরিচয় জানতে ইতোমধ্যে বিভিন্ন জায়গায় শিশুটির ছবি পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, শিশুটি কথা বলতে পারে না, তাকে তার বাসার ঠিকানা লিখতে বলা হলেও সে লিখতে পারছে না। তাই সঠিক পরিচয় না পাওয়া পর্যন্ত আমরা তাকে এখানেই রেখে দিব। তার দেখাশোনার দায়িত্ব আমাদের। পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে আছে বলে মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও