চট্টগ্রাম যুবলীগের ফ্রি মেডিকেল কুইক রেসপন্স টিমের কার্যক্রম শুরু

মে ০১ ২০২১, ১৪:৫৪

Spread the love

মো: রনি আনোয়ার, চট্টগ্রাম,জেলা প্রতিনিধি : করোনা মহামারী প্রতিরোধে নগরে মাসব্যাপী কর্মসূচিরর অংশ হিসেবে মানবিক যুবলীগের উদ্যোগে চিকিৎসাসেবা দেওয়ার উদ্দেশ্য ফ্রি মেডিকেল কুইক রেসপন্স টিমের কার্যক্রম শুরু হয়েছে।গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেলা ২ টায় টাইগারপাসের সিটি করপোরেশন কার্যালয় চত্বরে মেয়র এর রেজাউল করিম চৌধুরী এ টিমের উদ্ধোধন করেন।

মেয়র বলেন, মহামারী করোনা দুর্যোগকালে মানুষের পাশে বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়ে দেবাশীষ পাল দেবুর এ উদ্যোগে সাধারণ মানুষ বিশেষ ভাবে উপকৃত হবে।ফ্রি মেডিকেল কুইক রেসপন্স টিম করোনাকালীন জনগনের পাশে থাকবে।যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেন, অসহায় মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ, রান্না করা খাবার বিতরণ, মাস্ক স্যানিটাইজার বিতরণ, জীবনরক্ষাকারী অক্সিজেন সিলিন্ডার সেবা প্রদান,এলাকায় এলাকায় হেলথ ক্যাম্প নগরের বিভিন্ন মোড়ে ফ্রি করোনা টিকা নিবন্ধন বুথ পরিচালনার পাশাপাশি এবার আমরা যুবলীগের পক্ষ থেকে মানুষ এর জন্য ‘কুইক মেডিকেল রেলপন্স টিম’ সহয়তা চালু করতে যাচ্ছি।একজন সার্বক্ষণিক চিকিৎসক, ব্রাদার এবং অ্যাম্বুল্যান্সেরর সমন্বয়ে কুইক মেডিকেল রেসপন্স টিম ফোন পেলে বাসায় গিয়ে রোগীকে চিকিৎসা সেবা দেবে।

প্রয়োজনে এ অ্যাম্বুল্যান্সে করেই উন্নত চিকিৎসার প্রয়োজনে রোগীকে হাসপাতালে স্হানান্তর করা হবে। করোনার ঝুঁকি নিয়ে রোগী এবর্ রোগীর স্বজনদের যাতে হাসপাতালে ঘুরতে না হয় সেই সাথে নগরের ৪১ টি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের আহবান জানাচ্ছি নিজ নিজ একালায় এই মেডিকেল টিমকে দ্রুততম সময়ে রোগীর বাসার টিমের চিকিৎসাসেবা পৌঁছানোর জন্য সার্বক্ষণিক সহযোগিতা করতে।এসময় উপস্হিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দীন, কাউন্সিলর নেছার আহমদ মঞ্জু,নুরুল আমিন, পুলক খাস্তগীর আবুল হাসনাত বেলাল, চট্টগ্রাম মেডিকেল বোর্ডের সদস্য স্বরুপ বিকাশ বড়ুয়া বিতান, নহর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, হ্যালো ডাক্তারের প্রধান উপদেষ্ট্রা ডা: সজীব তালুকদার, নির্বাহঅ পরিচালক ইরফান কাদেরী, কো-অর্ডিনেটর প্রদীপ মারমা ডা: রোজী চক্তবর্তী প্রফেসর নুরন্নবী পারভেজ, মো: ইসমাইল, মারুফ আহমেদ, ইমতিয়াজ বাবলা, মো: মঈন উদ্দীন, ইকবাল হোসেন, রাশেদ চৌধুরী, মাকসুদুল আলম জিকু, যুবায়ের হোসেন অভি, সাদ্দাম হোসেন জয়, শহীদুল ইসলাম, শাহনেওয়াজ বাপ্পী, মারুফুল ইসলাম মারুফ, মো: রাশেদ, আলী নূর রুবেল, সৌরেন বড়ুয়া রিত্ত, স্বেচ্ছাসেবী সাকিব, অনিক, জিয়া , শহীদ, কাউসার রাজু,তৌহিদুল ইসলাম রানা,সাইজ্জামান রাকেশ প্রমুখ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও