কলমাকান্দা স্ত্রীর হাতে স্বামী খুন
কলমাকান্দা : কলমাকান্দা স্ত্রীর হাতে স্বামী খুননেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের কৈলাটি গ্রামে স্ত্রীর হাতে স্বামী খুন হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে গত রাত একটার দিকে স্বামী মোঃ রুস্তম মিয়াকে (৩৪)তার স্ত্রী রুবিনা আক্তার কুড়াল দিয়ে কুপিয়ে স্বামীকে খুন করে।
কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক
ঘটনাস্থল থেকে জানান আসামি রুবিনা আক্তার কে আটক করা হয়েছে।