রূপগঞ্জে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির জন্য মানববন্ধন

মে ১৯ ২০২১, ১৮:৪৯

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধিঃ দৈনিক প্রথম আলো’র জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে তার পেশাগত দায়িত্বপালনকালে সচিবালয়ে আটকে রেখে নির্যাতন ও মিথ্যা অভিযোগ দিয়ে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছেন রূপগঞ্জের সাংবাদিকবৃন্দরা। বুধবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভা সংলগ্ন শহীদ হাফেজ সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, সাধারণ সম্পাদক খলিল সিকদার, সাংবাদিক জয়নাল আবেদীন জয়, রিয়াজ হোসেন, নিজামুদ্দিন আহমেদ, নজরুল ইসলাম লিখন, জায়েদ হোসেন খন্দকার, মাহবুব আলম প্রিয়, সোহেল কিরন, মীর শফিক, রাশেদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ফয়সাল আহমেদ, মানবাধিকার কর্মী দেওয়ান কামাল হোসেন, এফএনএফ ফাউন্ডেশন, কাঞ্চন এর সাধারন সম্পাদক আওলাদ মাহবুব, আমিনুল ইসলাম বাবু প্রমূখ।

এ সময় সাংবাদিকরা বলেন, দেশের দূর্ণীতি থামাতে মুক্ত সাংবাদিকতার বিকল্প নেই। ব্রিটিশ আমলের আইন দিয়ে আধুনিক যোগে এসে সাংবাদিকদের কন্ঠরোধ চেষ্টা দেশের জন্য হুমকী। অবিলম্বে এ ধরনের আইন বাতিল করে সাংবাদিকদের নিরাপত্তা বাড়ানো জরুরি। এ সময় প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবী করে তারা। তারা আরোও বলেন, কালো কাপড় বাঁধা জাতির বিবেকদের দাবী মানতে হবে। আমরা নিরাপত্তা চাই। দেশের কথা বলতে চাই। স্বাস্থ্য বিভাগ দূর্ণীতিমুক্ত চাই। এছাড়াও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের বিভাগীয় শাস্তি দাবী করেন তারা।#

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও