পটিয়ার বিসিক শিল্প নগরীর হাইওয়ের পাশে আবর্জনার দূর্গন্ধে জনজীবন অতিষ্ঠ

মে ২৮ ২০২১, ১৮:১০

Spread the love

মোঃ হাসান উল্লাহঃ চট্টগ্রামে পটিয়ায় বিসিক শিল্প নগরী এলাকার হাইওয়ে সড়কের পাশে আবর্জনার দূর্গন্ধে জনজীবন অতিষ্ঠ।

মাটি,বায়ু,পানি ও উদ্ভিদ প্রাকৃতিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপদান।পরিবেশের এ উপাদান গুলো যথাযথ ব্যবহার নিশ্চিত করা মানুষের কাজ।মানুষের ইচ্ছা বা অনিচ্ছার সত্ত্বেও পরিবেশের উপাদান গুলো প্রতি নিয়তে দূষিত হচ্ছে বিভিন্নভাবে।বিশেষ করে পানি ও বায়ু দূষণ পরিবেশে বসবাসকারী প্রাণীর জন্য মরাত্নক হুমকিস্বরুপ।কেননা প্রতি নিঃশ্বাসে আমাদের বায়ু প্রয়োজন,অপরদিকে পানির অপর নাম জীবন।বায়ু দুষণের ফলে পরিবেশসমূহের ক্ষতি এবং মানুষের শরীরে স্বাস্থ্যের ওপর নানরুপ ক্ষতিকর প্রতিক্রিয়া দেখা দেয় যেমন রক্তের অক্সিজেন গ্রহন ক্ষমতা কমে যায়,মাথা ধরা,বমি,শ্বাসকষ্ট ইত্যাদি।চোখ ও গলার ক্ষতি হয় এবং ক্যান্সার জাতীয় রোগের সৃষ্টি হয়।

পটিয়ায় বিসিক শিল্প নগরী এলাকায় চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে সড়কের পাশে বিস্তৃত স্থানে আবর্জনার বিশাল স্তুপ।প্রতি নিয়তে বৃদ্ধি পাচ্ছে এ স্তুপ।যার দূর্গন্ধ যাত্রীসহ পথচারীর জন্য অস্বস্তিকর এবং পরিবেশ দূষণের জন্য দায়ী।বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার যাওয়ার একমাত্র সড়ক।প্রতিদিন হাজার হাজার যাত্রী ও বিদেশী পর্যটক এ সড়ক দিয়ে যাতায়ত করে এবং শিল্প নগরীর শ্রমিকের উপযুক্ত পরিবেশ বিঘ্নের জন্য দায়ী।নিয়মিত যাতায়তে অসুস্থ্য হয়ে পড়ছে অনেক লোক।

কতৃপক্ষের সুদৃষ্টি কামনা পূর্বক যথাযথ পদক্ষেপ গ্রহণে জনভূগান্তি দূর করণে প্রয়োজনীয় ব্যবস্থার দাবি জনসাধারনের।

একবিংশ শতাব্দীতে এসে আমরা যদি এভাবে পরিবেশের প্রতি অন্যায়, অবিচার ও নিষ্ঠুর আচরণ করি তাহলে অচিরে মানব জাতির জন্য ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হবে বলে মনে করেন পরিবেশবিদরা।আসুন আমরা সবাই পরিবেশের প্রতি সচেতন হই এবং আগামী প্রজন্মের জন্য বসবাসের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করি।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও