২৪ ঘন্টার মধ্যে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বিএমপি পুলিশ

জুন ১৪ ২০২১, ০৮:১৫

Spread the love

আগমনী ডেস্কঃ বরিশালের বাবুগঞ্জ কলেজ গেট সংলগ্ন চায়ের দোকানদার (এয়ারপোর্ট থানাধীন ০৪ নং চাঁদপাশা ইইউনিয়নের কিসমত এলাকার মৃত কেরামত আলী সিকদার এর ছেলে ) মোঃ রফিকুল ইসলাম ফান্টু (৩৭) গত ১০ জুন ২০২১ খ্রিঃ রাত ২৩ঃ৩০ ঘটিকায় দোকানের কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেছিলেন,এমতাবস্থায় বাবুগঞ্জ থেকে মোহনগঞ্জগামী পাকা রাস্তায় তিনজন যুবক তাঁকে অনুসরন করে এবং একপর্যায়ে মোল্লা বাড়ি সংলগ্ন জনশূন্য রাস্তায় তাকে একা পেয়ে পিছন থেকে শক্ত লাঠি দিয়ে আঘাত করে এবং ফান্টুর সাথে থাকা ৬০০০ টাকা ও এন্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে আসামীরা ঘটনাস্থল ত্যাগ করে। এসময় ফান্টুর চিৎকারে লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পেয়ে দ্রুত হাসপাতালে ভর্তি করেন এবং ভুক্তভোগী ফান্টু নিজেই বাদি হয়ে এয়ারপোর্ট থানায় বর্ণিত ঘটনায় ১১ জুন ২০২১ খ্রিঃ মামলা দায়ের করেন।

অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা বিএমপি জনাব কমলেশ হালদার’র সার্বিক দিকনির্দেশনা ও তথ্যপ্রযুক্তি সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শাহাদাত হোসেন সঙ্গীয় অফিসারবৃন্দ, অত্যন্ত দুরদর্শিতা ও নিরলস প্রচেষ্টায় বর্ণিত ঘটনায় আসামী কুষ্টিয়া জেলার পোড়াদহ বড় আইল এলাকার মীর মতিউর রহমান সুমন এর ছেলে মোঃ সাইদুর রহমান মুন্না(১৯), এয়ারপোর্ট থানাধীন চাঁদপাশা কিসমত এলাকার মোঃ রফিক হাওলাদার এর ছেলে মোঃ আসিফ হাওলাদার(১৯) ও উত্তর রহমতপুরের মন্টু হাওলাদারের ছেলে মোঃ রাব্বি হাওলাদার (২১) কে ছিনতাইকৃত মোবাইল সহ গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিগণ দোষ স্বীকার করে।

ধৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও