কোভিড-১৯, মাথাব্যথা,গলা ব্যথা ও সর্দি হতে পারে ভারতীয় বা ডেল্টা ভ্যারিয়েন্টের লক্ষণ

জুন ১৫ ২০২১, ০৯:০৫

Spread the love

আগমনী ডেস্কঃ গবেষকরা বলছেন, যুক্তরাজ্যে বর্তমানে কোভিড সংক্রমণের সাধারণ উপসর্গ দেখা যাচ্ছে মাথাব্যথা, গলা ব্যথা আর নাক দিয়ে সর্দি পড়া।

কোভিডের উপসর্গ বিষয়ক গবেষণা- জোয়ি কোভিড সিম্পটমস স্টাডি- এর গবেষক অধ্যাপক টিম স্পেকটর বলেন, তরুণদের ক্ষেত্রে ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়াটা “মারাত্মকভাবে সর্দি লাগার মতোই” মনে হতে পারে।

যদিও তাদের খুব বেশি অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা নেই তবে তারা সংক্রামক হতে পারে এবং অন্যদের ঝুঁকিতে ফেলতে পারে।

যে কারো যদি সন্দেহ হয় যে তিনি হয়তো কোভিডে আক্রান্ত হয়ে থাকতে পারেন তাহলে তার অবশ্যই টেস্ট করানো উচিত।

যুক্তরাজ্যের স্বাস্থ্য সেবা বিভাগ এনএইচএস এর মতে সাধারণত কোভিডের যে উপসর্গ দেখা যায় তা হলো:

১)কাশি ২)জ্বর ও ৩)স্বাদ এবং গন্ধ না পাওয়া

কিন্তু অধ্যাপক স্পেকটর বলছেন যে এই উপসর্গগুলো এখন আর তেমন দেখা যাচ্ছে না। জোয়ি টিম নিজেদের অ্যাপে কোভিড আক্রান্ত হাজার হাজার মানুষের অন্তর্ভুক্ত করা উপসর্গ ভিত্তিক তথ্যের ভিত্তিতে এমনটা জানিয়েছে।

তিনি বলেন, “মে মাসের শুরু থেকে অ্যাপ ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে বেশি যে উপসর্গগুলো দেখা গেছে সেগুলো পর্যবেক্ষণ করে জানা যাচ্ছে যে- তা আগের উপসর্গগুলোর মতো নয়।”

এই পরিবর্তন ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণের সাথে যুক্ত। ডেল্টা ভ্যারিয়েন্ট প্রথম ভারতে শনাক্ত করা হয়েছিল এবং এর পর থেকে যুক্তরাজ্যে এখন ৯০% সংক্রমণের কারণ হয়ে দাঁড়িয়েছে এটি।

জ্বরের উপসর্গ এখনো একই আছে। কিন্তু প্রথম ১০টির মধ্যে এখন গন্ধ না পাওয়ার উপসর্গটি আর নেই, বলেন অধ্যাপক স্পেকটর।

নেতিয়ে পড়ার অনুভূতিঃ

“এই ভ্যারিয়েন্টটি কিছুটা ভিন্ন ভাবে কাজ করছে,” তিনি বলেন।

“মানুষের মনে হতে পারে যে তারা হয়তো সাধারণ মৌসুমী ঠাণ্ডা লাগায় আক্রান্ত হয়েছে এবং এটা ভেবে তারা বাইরে বিভিন্ন পার্টিতে অংশ নিচ্ছে। এভাবে তারা আরো ছয় জনের মধ্যে এটি ছড়িয়ে দিতে পারে।”

“আমরা মনে করি এটা খুব বড় সমস্যার দিকে এগোচ্ছে।”

“এখানে বার্তাটি হচ্ছে আপনি যদি তরুণ হয়ে থাকেন তাহলে আপনার মৃদু উপসর্গ দেখা দেবে।”

“মনে হতে পারে যে আপনার হয়তো বাজে ধরণের ঠাণ্ডা লেগেছে এবং আপনি হয়তো নেতিয়ে পড়ছেন- কিন্তু বাড়িতে থাকুন এবং টেষ্ট করান।

একইভাবে যুক্তরাজ্যে যখন আলফা বা যুক্তরাজ্য ভ্যারিয়েন্টের আধিপত্য ছিল তখন ইম্পেরিয়াল কলেজ লন্ডন একটি রিয়্যাক্ট স্টাডি করেছিল ইংল্যান্ডের প্রায় ১০ লাখ মানুষের উপর। সেখানে তারা কোভিডের সাথে সম্পর্কিত আরো অনেক উপসর্গ পেয়েছিলেন।

কোভিডের অন্য উপসর্গের পাশাপাশি করোনাভাইরাসের সংক্রমণের লক্ষণ হিসেবে শরীর ঠাণ্ডা হয়ে যাওয়া, ক্ষুধামন্দা, মাথাব্যথা এবং পেশী ব্যথারও উল্লেখ পাওয়া গেছে।

সরকারি পরামর্শ মতে কোভিডের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপসর্গগুলো হচ্ছে:

*পেশী ব্যথা

•নতুন করে ক্রমাগত কাশি

•শরীরের উচ্চ তাপমাত্রা

•স্বাদ বা গন্ধ না পাওয়া বা পরিবর্তন

“কোভিড-১৯ এর সাথে সম্পর্কিত আরো অনেক উপসর্গ রয়েছে,” এতে বলা হয়।

“এই উপসর্গগুলোর আরো অনেক কারণ থাকতে পারে। এমন উপসর্গ দেখা দেয়া মানেই আপনি কোভিডে-১৯ এ আক্রান্ত, সেটা নয়।”

“আপনার যদি নিজের উপসর্গ নিয়ে সন্দেহ থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।”

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও