আদালত ভবন পরিদর্শনে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটির স্কুল অব ল’র শিক্ষার্থীরা

জুন ২১ ২০২১, ১২:৫০

Spread the love

মো: রনি আনোয়ার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি: দেশকে সামনে এগিয়ে নিতে চাই আইনের সু-শাসন। চাই মানুষের অধিকার নিশ্চিত করার বড় লক্ষ্য। আর তাই তো ওদের সবার আইন বিষয় নিয়ে পড়াশোনা। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি, বিচারকার্য পরিচালনা এবং ভুক্তভোগী মানুষের কথা শুনতে চট্টগ্রাম আদালত ভবন পরিদর্শন করেছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইউর) স্কুল অব ল’র শিক্ষার্থীরা।সম্প্রতি স্কুল অব ল’র প্রভাষক এবং সহকারি প্রক্টর মো : আদনান কবিরের নেতৃত্বে এলএলবি ১২ তম সেমিস্টারের শিক্ষার্থীরা আদালত ভবন পরিদর্শনে যান।

এই সময় তারা মজানগর দায়রা জজ, দেওয়ানি ও ফৌজদারি কার্যক্রম, মামলার সমনজারি, ফাইলিং, বিচারকার্য পরিচালনা পদ্ধতি, আইনজীবীদের তথ্য -উপাত্ত উপস্হাপন, বাদী -বিবাদীর বক্তব্যসহ আইনের সঙ্গে সংশ্লিষ্ট নানান বিষয়ে হাতে -কলমে অভিজ্ঞতা অর্জন করেন। জানতে চাইলে স্কুল অব ল’র প্রভাষক মো: আদনান কবির বলেন, এলএফই কোর্সের আওতায় এসব শিক্ষার্থীরা আদলতের কার্যক্রম স্বচক্ষে দেখার জন্য সেখানে পরিদর্শন করেছেনে,তিনি আরও বলেন, এই পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দ্রুত বিচারকার্য পরিচালনায় বড় ধরনের সহায়ক হিসেবে কাজ করবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও