মিঠাপুকুরে ভূমিসেবা নিশ্চিতে ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন এসিল্যান্ড

এম হামিদুর রহমান লিমন, রংপুর ব্যুরো প্রধানঃ রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে মাহমুদ হাসান মৃধা ৫ আগস্ট যোগদান করেন। তিনি দায়িত্বভার গ্রহণের পর পরই মিঠাপুকুরে উপজেলার জনগণের জন্য ভূমিসেবা নিশ্চিতে বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন।
এরই ধারাবাহিকতায় আজ (১২ আগস্ট) তিনি মিঠাপুকুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। জনগণের জন্য সহজ ভূমিসেবা নিশ্চিতে এ পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।