তেরখাদার শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠ পানিতে নিমজ্জিত

সেপ্টেম্বর ২৩ ২০২১, ২০:০৮

Spread the love

সাগর কুমার বাড়ই , তেরখাদা , খুলনা : খুলনা জেলার আওতাধীন তেরখাদা উপজেলা র প্রান কেন্দ্রে শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠ দীর্ঘ দিন ধরে পানিতে নিমজ্জিত রয়েছে ।

বর্ষা মৌসুমে প্রতিনিয়ত বর্ষার ফলে শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠ দীর্ঘ দিন ধরে পানিতে নিমজ্জিত রয়েছে ও পানিতে থৈ থৈ অবস্থা বিরাজ করছে।

সম্প্রতি কয়েক দিন ধরে ভারী বর্ষণের ফলে তেরখাদা উপজেলা র ঐতিহ্যবাহী ও স্বনামধন্য মাধ্যমিক বালিকা বিদ্যালয় নারী শিক্ষার অন্যতম অগ্রগতি শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠ দীর্ঘ দিন ধরে বর্ষার পানি জমে স্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানা যায় ।

শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পশ্চিম পাশ দিয়ে তেরখাদা উপজেলা থেকে খুলনা শহরে যাতায়াতের মহাসড়ক ।

বিদ্যালয়ের উত্তর ও দক্ষিণ পাশ ঘেঁষে রয়েছে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ।
বিদ্যালয়ের পূর্ব পাশ দিয়ে চিত্রা নদী হতে তেরখাদা – ইখড়ি ও আবনালী গ্রাম পর্যন্ত একটি খাল রয়েছে ।

আবনালী গ্রাম থেকে ইখড়ি ও তেরখাদার উপর দিয়ে খালটি চিত্রা নদীর সঙ্গে মিলিত হয়েছে ।

সেই মিলন স্থানের গোড়ার অংশ থেকে ওয়াপদা পর্যন্ত খালটিতে মাটি ভরাট হয়ে যাওয়ার ফলে যে যার মতো করে অবৈধ ভাবে দখল করেছে ।

ফলে খালটির অস্তিত্ব আজ আর নেই বললেই চলে ।
বিদ্যালয়ের মাঠের পানি বের করার কোন সুযোগ সুবিধা না থাকায় আজ মাঠে পানিতে থৈ থৈ অবস্থা বিরাজ করছে ।

শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠ দীর্ঘ দিন ধরে বর্ষার পানিতে নিমজ্জিত থাকায় ও পানি অপসারণের ব্যবস্থা গ্রহণ না উক্ত পানি পঁচে পানি বাহিত রোগ ছড়াচ্ছে ।

বিদ্যালয়ের মাঠে পানি জমে পানি পঁচে নষ্ট হচ্ছে পরিবেশ ।
ছাত্রীদের অনেকে পিচ্ছিল খেয়ে পঁচা পানিতে পড়ে পোশাক ও বই খাতা ও নষ্ট হচ্ছে ।

গত ১২ ই সেপ্টেম্বর ২০২১ ইং
তারিখে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হলে শিক্ষক ও ছাত্রীদের আগমন ঘটে ।

বর্তমানে বিদ্যালয়ে ৯৯৪ জন ছাত্রী ২২ জন শিক্ষক ও কর্মচারী কর্তব্যরত আছেন ।

বর্তমানে বিদ্যালয়ে ৪ টি ভবন রয়েছে ।ছাত্রীরা পানি ডিঙ্গিয়ে
বিদ্যালয়ের ভবনে যাতায়াত করছে ।

এছাড়া ও প্রশাসনিক ভবনের বারান্দায় পানি জমে আছে ।
বিদ্যালয়ের মাঠের পানি জমে স্থায়ীভাবে জলাবদ্ধতা হওয়ার কারনে হাঁসের বিচরন লক্ষ্য করা যায় ।

বিদ্যালয়ের মাঠে জমে থাকা পঁচা পানিতে ভিজে অনেক শিক্ষার্থীর মাঝে রোগ জীবাণুতে আক্রান্তের খবর পাওয়া গেছে।

শিক্ষক দের পাশাপাশি শিক্ষার্থী দের অভিভাবকেরা দুঃশ্চিন্তায় পড়েছে ।

বিদ্যালয়ের মাঠের পানি স্থায়ীভাবে সমাধান করতে হলে পূর্ব পাশের সরকারী খালটিতে অবৈধ দখল বাজদের উচ্ছেদ করে খালটি পূন খননের মাধ্যমে চিত্রা নদীর সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে।

তাহলে বিদ্যালয়ের মাঠের পানি স্থায়ীভাবে সমাধান করা সম্ভব হবে ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ( ভারপ্রাপ্ত ) হোসনে আরা চম্পা তেরখাদা প্রেসক্লাবের সাংবাদিকদের জানান , বিদ্যালয়ের মাঠের পানি অপসারণের লক্ষ্যে গতকাল বুধবার স্যালো মেশিনের সাহায্যে পানি অপসারণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিদ্যালয়ের মাঠের পানি স্থায়ীভাবে অপসারণের ব্যবস্থা গ্রহণ করা না হলে বিদ্যালয়ের লেখা পড়া হুমকি মুখে পড়বে ।

অভিভাবক মহল এই সমস্যা সমাধানের যোর দাবী জানিয়েছে ।প্রধান শিক্ষিকা আরো বলেন ,বিদ্যালয়ের সমস্যার ব্যাপারে মাননীয় জাতীয় সংসদের সদস্য ১০২ , খুলনা – ৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী কে অবগত করা হয়েছে।

তিনি বিদ্যালয়ের মাঠের পানি স্থায়ীভাবে সমাধান গ্রহণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও