কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপনের নতুন কমিটি

জানুয়ারি ০৭ ২০২২, ২৩:০২

Spread the love

কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সনাতন ধর্মাবলম্বীর সংগঠন পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। আইন বিভাগের ১২তম আবর্তনের শিক্ষার্থী ধ্রুব বিশ্বাসকে সভাপতি ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৩তম আবর্তনের শিক্ষার্থী চয়ন রায়কে সাধারণ সম্পাদক করে ৪৬ সদস্যের এই কমিটি গঠন করা হয়।

৬ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে সংগঠনটির সভাপতি মোহন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ঐশী ভৌমিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি হিসেবে অজয় ধর, মাধব সূত্রধর, রন্টি সরকারসহ ৭ জনকে, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দীপ চৌধুরী, সুবিনয় দেবনাথ, নিলাশ ধরসহ ৫ জনকে, কোষাধ্যক্ষ হিসেবে গৌতম চন্দ্র রায় এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে রবীন্দ্রনাথ বর্মন সহ ৫ জনকে, সাংগঠনিক সম্পাদক হিসেবে অজয় চন্দ্র বর্মন ও সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে সাগর দে, রিতু রায়, উর্মি ত্রিপুরাসহ ৬ জনকে, প্রচার সম্পাদক হিসেবে সুমন কুমার দত্ত, সহ-প্রচার সম্পাদক হিসেবে রাজিব সরকারসহ ৩ জনকে, দপ্তর সম্পাদক হিসেবে রূপম দাসকে, সহ-দপ্তর সম্পাদক হিসেবে সজীব চন্দ্র দাসসহ ৩ জনকে, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে দেবু চক্রবর্তী, সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে আপন মজুমদারসহ ৩ জনকে, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে প্রকাশ পাল ও সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে শিবলু দাসসহ ৩জনকে, ধর্ম ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক হিসেবে অভিজিৎ রায়কে, আইন বিষয়ক সম্পাদক হিসেবে রোদেলা নিরূপমা ইশিতা, ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে প্রমা রায়কে নির্বাচিত করা হয়।

উল্লেখ্য, এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও