দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নৌকা ৪, স্বতন্ত্র ৮ বিজয়ী

জানুয়ারি ০৭ ২০২২, ২৩:১৪

Spread the love

এনামুল মবিন(সবুজ) জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২২ এর ১২ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪ টি-তে নৌকা ও ৪ টি-তে বিএনপি সমর্থক এবং ৪ টিতে আওয়ামীলীগ সমর্থক(বিদ্রোহী)স্বতন্ত্র প্রার্থী জয়ী।

সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে বেশিরভাগ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা।

১নং নশরতপুর ইউনিয়নের দিনাজপুর চিরিরবন্দর উপজেলার আওয়ামীলীগের সমর্থক(বিদ্রোহী) প্রার্থী আব্দুল ওহাব মাষ্টার(অটোরিক্সা মার্কা) বেসরকারী ভাবে বিজয়ী। ২নং সাতনালা ইউনিয়নের বিএনপি সমর্থক প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এনামুল হক শাহ্(আনারস মার্কা) বেসরকারী ভাবে বিজয়ী। ৩নং ফতেজংপুর ইউনিয়নের(নৌকা মার্কা)প্রার্থী বর্তমান চেয়ারম্যান নূর মোহাম্মাদ লুনার বেসরকারি ভাবে বিজয়ী। ৪নং ইসবপুর ইউনিয়নের(নৌকা মার্কা)প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু হায়দার লিটন বেসরকারী ভাবে বিজয়ী । ৫নং আব্দুলপুর ইউনিয়নের বিএনপি সমর্থক(আনারস মার্কা)স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ ময়েন উদ্দীন শাহ্ বেসরকারি ভাবে বিজয়ী। ৬নং অমরপুর ইউনিয়নের আওয়ামীলীগের সমর্থক(বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী(মোটরসাইকেল মার্কা) মোঃ ইকবাল কাজী বেসরকারিভাবে নির্বাচিত। ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের আওয়ামীলীগের সমর্থক(বিদ্রোহী)স্বতন্ত্র প্রার্থী আব্দুল রহিম(মোটরসাইকেল মার্কা)বেসরকারিভাবে বিজয়ী। ৮নং সাইতাড়া ইউনিয়নের(নৌকা মার্কা) প্রার্থী সন্তোষ কুমার রায় বেসরকারীভাবে নির্বাচিত। ৯নং ভিয়াইল ইউনিয়নের বিএনপি সমর্থক স্বতন্ত প্রার্থী(চশমা মার্কা)আঃ রাজ্জাক শাহ্ বেসরকারিভাবে বিজয়ী। ১০নং পুনট্রি ইউনিয়নের(নৌকার মার্কা)প্রার্থী বর্তমান চেয়ারম্যান নুরে এ কামাল বেসরকারিভাবে বিজয়ী। ১১নং তেতুলিয়া ইউনিয়নের বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী(আনারস মার্কা)মোঃ আজগার আলী বেসরকারিভাবে নির্বাচিত। ১২নং আলোকডিহি ইউনিয়নের (আনারস মার্কা) স্বতন্ত্র প্রার্থী তাজ উদ্দিন শাহ্ বেসরকারিভাবে বিজয়ী।

প্রতিনিধি নির্বাচনের উপজেলার ১২টি ইউনিয়নের মোট ভোটার ২ লক্ষ ৩৬ হাজার ৮ শত ৯২ জন পুরুষ-১ লক্ষ ১৯ হাজার ১ শত ৫৯ জন ও মহিলা-১ লক্ষ ১৭ হাজার ৭ শত ৩২ জন ভোটার।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও