তেরখাদায় মানব পাচার প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থা এবং মিডিয়ার সাথে সংলাপ

জানুয়ারি ১৮ ২০২২, ১৬:১৪

Spread the love

সাগর কুমার বাড়ই , তেরখাদা , খুলনা : গত ১৮ জানুয়ারী ~ ২০২২ মঙ্গলবার বেলা ১১ ঘটিকার সময় খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রান কেন্দ্রে শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে আশ্বাস প্রকল্পের উদ্দোগে মানব পাচার থেকে উদ্ধার প্রাপ্ত নারী ও পুরুষের জন্য সুইজারল্যান্ডের অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনাল পরিচালিত ঢাকা আহ্ছানিয়া মিশনের ( খুলনা ) বাস্তবায়নে “মানব পাচার প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থা এবং মিডিয়ার সাথে সংলাপ ” অনুষ্ঠিত হয় ।

মানব পাচার প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থা এবং মিডিয়ার সাথে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলার নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতান ।

আশ্বাস প্রকল্পের : মানব পাচার থেকে উদ্ধার প্রাপ্ত নারী ও পুরুষের জন্য সুইজারল্যান্ড অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনাল পরিচালিত ঢাকা আহ্ছানিয়া মিশনের বাস্তবায়নের * মানব পাচার প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থা এবং মিডিয়ার সাথে সংলাপ অনুষ্ঠানে শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা চম্পার সভপতিত্বে ঢাকা আহ্ছানিয়া মিশন খুলনার মোঃ রফিকুল ইসলামের উপস্থাপনায় বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা প্রেস ক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকায় তেরখাদা প্রতিনিধি সাংবাদিক মফিজুল ইসলাম জুম্মান ।
মানব পাচার প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থা এবং মিডিয়ার সাথে সংলাপ অনুষ্ঠানে উপস্থিত সংলাপে বক্তব্য রাখেন
তেরখাদা থানা কমপ্লেক্স কর্মকর্তা এস আই অমৃত লাল দাস , খুলনা জর্জ কোর্টের বিশিষ্ট আইনজীবী কামরুন নাহার হেনা , খুলনা আশ্বাস প্রকল্পের ডি , পি , ও আনন্দ কুমার দাস , ঢাকা আহ্ছানিয়া মিশন ( খুলনা) এর কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম , তেরখাদা প্রেস ক্লাবের সহ সভাপতি জাতীয় দৈনিক দেশ সেবা ও ই বাংলা টিভি র তেরখাদা প্রতিনিধি সাংবাদিক রবিউল ইসলাম , তেরখাদা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক প্রবর্তন পত্রিকার তেরখাদা প্রতিনিধি রিপন বিশ্বাস , তেরখাদা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক কে এম আলী মাসুম , তেরখাদা উপজেলার দুর্নীতি বিরোধী কমিটির চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম , আশ্বাস প্রকল্পের সদস্য কৃষ্ণা রানী দাস , আশ্বাস প্রকল্পের সদস্য কনিকা রানী হালদার , আশ্বাস প্রকল্পের সদস্য কমলেশ বাছাড়, সজীব ,শাহিন , তেরখাদা থানা পুলিশ কর্মকর্তা জনি , সাংবাদিক নূর মোহাম্মদ সিফাত , সাংবাদিক বাবু , তেরখাদা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক সাগর কুমার বাড়ই প্রমূখ ।

আশ্বাস প্রকল্পের : মানব পাচার থেকে উদ্ধার প্রাপ্ত নারী ও পুরুষের জন্য সুইজারল্যান্ড অর্থায়নে পরিচালিত ঢাকা আহ্ছানিয়া মিশনের বাস্তবায়নের ” মানব পাচার প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থা এবং মিডিয়ার সাথে সংলাপ অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্কুল , কলেজ মাদ্রাসা ও কমিউনিটি পর্যায়ে নাটকের মাধ্যমে যুব সমাজ কে মানব পাচার কুফল সম্পর্কে তুলে ধরছে আশ্বাস প্রকল্পের কর্মকর্তা বৃন্দ ।

মানব পাচার প্রতিরোধে ইয়ূথ ও সিবিও সদস্যদের সাথে অংশগ্রহণ মূলক আলোচনার মাধ্যমে মানব পাচারকারীদের
চিত্র তুলে ধরা , মানব পাচারের শিকার সারভাইভাইদের সুরক্ষা নিশ্চিত করা আশ্বাস প্রকল্পের প্রধান পদক্ষেপ হিসেবে সমাজের নানা পেশার ও বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে তুলে ধরেছেন
আশ্বাস প্রকল্পের কর্মকর্তা ও সকল সদস্য বৃন্দ ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও