জামালপুর জেলার মেলান্দহের ২ বেকারীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

জানুয়ারি ১৯ ২০২২, ২০:৫৭

Spread the love

রিয়াদ হাসান হৃদয়,জামালপুর জেলা প্রতিনিধিঃ জামালপুর জেলার মেলান্দহ বাজারে ভ্রাম্যমাণ আদালত দুই বেকারিকে ৬ হাজার টাকা জরিমানা করেছে মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার ও মাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম।

মেলান্দহ উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যৌথভাবে ১৯ জানুয়ারি দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার তৈরি ও অনুমোদন ছাড়া বিক্রির দায়ে এ অর্থদণ্ড দেওয়া হয়।

প্রতিটি বেকারিই অনুমোদন না নিয়ে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে দীর্ঘদিন থেকে পণ্য বিক্রি করে আসছে । দুই বেকারির মধ্যে মেলান্দহের শাপলা মার্কেটের ভাই ভাই বেকারীকে ২ হাজার টাকা ও জম জম বেকারী’র মালিক-কে ৪ হাজার টাকা জরিমানা করেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম তবে সে সময় সঙ্গে ছিলেন বিএসটিআইয়ের কর্মকর্তা গন।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন,
প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও