শায়েস্তাবাদ ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি মামুন তালুকদার ইন্তেকাল করেছেন

বরিশাল: বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি রুবেল হোসেন মামুন তালুকদার ইন্তেকাল করেছেন।বুধবার দুপুরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
মৃত্যুকালে তিনি দুই কন্যা,অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান।রুবেল হোসেন মামুন তালুকদার সাবেক সাংসদ ফ্লাইট সার্জেন্ট (অবঃ) মরহুম ফজলুল হক এর ভাতিজা এবং শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ বশির হোসেন তালুকদার এর মেঝ ছেলে।
এদিকে মরহুমের মৃত্যুতে শোক জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ,সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু,উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু,শায়েস্তাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না।