চিরিরবন্দরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯২তম জন্মবার্ষিকী উদযাপন ও সেলাই মেশিন বিতরণ

এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টার.’মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রারনা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুর চিরিরবন্দরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা এঁর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ডিজিটাল পদ্ধতিতে আয়োজিতব্য গণভবন থেকে মূল অনুষ্ঠান টেলিভিশনের মাধ্যমে উপভোগ শেষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ৮ আগস্ট) সকালে উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)খালিদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী
(এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী জ্যোতিষ চন্দ্র রায়, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী হোসনে আরা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরফরাজ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা ফারুক হাসান,চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ(ওসি)মোঃ বজলুর রশিদ,আন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারী, উপজেলার শতাধিক নারী ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী।
অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৭ জন দুঃস্থ মহিলার মধ্যে ৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়।