সীতাকুণ্ডে রাতের অন্ধকারে শতবর্ষী পুকুর ভরাটের দায়ে ৩টি ট্রাক ড্রাম,এস্কেভেটরসহ আটক

আগস্ট ১১ ২০২২, ১১:৩৯

Spread the love

আনোয়ার হোসেন,চট্টগ্রাম বুরোঃ সীতাকুণ্ডে পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে রাতের অন্ধকারে শতবর্ষী একটি পুকুর ভরাটের দায়ে ভ্রাম্যমাণ আদালত মাটি কাটার বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করেছে।
জানা যায়,আজ মঙ্গলবার ০৯/০৮/২০২২ইং) রাত ১০টায় পৌরসদরস্হ উত্তর বাজারে স’মিলের উত্তর পাশে একই এলাকার জনৈক মোঃ আলী নামে এক ব্যবসায়ী রাতের অন্ধকারে ১০০ বছর বয়সী একটি বিরাট পুকুর ভরাটের কাজ করছিল।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ শাহাদত হোসেন মিথুন ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আশরাফুল আলম খবর পেয়ে তারা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্হলে গিয়ে মাটি কাটার একটি এস্কেভেটর, ৩টি ট্রাক ড্রাম ও একটি পেলোডারসহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করে।

অভিযানের সময় উপস্হিত ছিলেন,এস আই মোঃ দেলোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স।এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন মিথুন ঘটনার সত্যতা স্বীকার বলেন,আমরা পুকুর ভরাটের চেষ্টা করার জন্য মোঃ আলীকে তলব করে জিজ্ঞাসাবাদ করে আইনানুগ ব্যবস্হা নেয়া হবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও