বালিয়াডাঙ্গীতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

ডিসেম্বর ০১ ২০২২, ১৪:৩৬

Spread the love

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় বিকাশ বাংলাদেশ এর আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ট্রেডক্রাফট একচেঞ্জ এর অর্থায়নে বালিয়াডাঙ্গী উপজেলা হলরুমে একদিন ব্যাপী সরকারি দপ্তরের বিভিন্ন দপ্তর প্রধানগণের সমন্বয়ে এ কর্মশালা শুরু হয়।

সভায় বিকাশ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বিপুল কুমার।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এ এস এম আলমাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাসিরুল ইসলাম ,উপজেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকতার হোসেন, বালিয়াডাঙ্গী থানার ওসি(তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, বিকাশ বাংলাদেশ এর রিজিওনাল কো অর্ডিনেটর আতিকুর রহমান,উপজেলা কো- অর্ডিনেটর মোকলেছুর রহমান, ২ নং চাড়োল ইউনিয়নের চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জি, ১ নং পাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফজলে রাব্বি রুবেল,১ নং ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান নূপুর কুমার চ্যাটার্জি প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা সকলেই নারীর ক্ষমতায়ন ও নারীর অধিকার নিয়ে বিশদ আলোচনা করেন।এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও