শিক্ষার মান উন্নয়নে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

জানুয়ারি ০২ ২০২৩, ২২:৩৭

Spread the love

আনোয়ার হোসেন, বুরো প্রধান, চট্টগ্রাম :শিক্ষার মান উন্নয়নে সিংবাহুড়া গার্লস একাডেমির আয়োজিত অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলা সিংবাহুড়া গার্লস একাডেমির হলরুমে (২ জানুয়ারি) সোমবার সকালে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।

অনুষ্ঠানের প্রধান শিক্ষক উত্তম কুমার আচার্য এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি, সাবেক ডাকসু ভিপি, লেখক,গবেষক ও সিংবাহুড়া গার্লস একাডেমির সভাপতি গোলাম কুদ্দুছ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম দুলাল,
নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ মানিক, নোয়াখালী জেলা আওয়ামিলীগ সদস্য আহসান হাবিব সমির,
সিংবাহুড়া গার্লস একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য মঞ্জুর আলম, সাবেক চাটখিল কলেজ জিএস ও খিলপাড়া স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন বাবলু, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান দিদার।

আরও উপস্থিতি ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মোরশেদ আলম, পৌর আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন চৌধুরী, শিক্ষক, অভিভাবক ছাত্র ছাত্রী ও সামাজিক ব্যাক্তি বর্গ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও