ঠাকুরগাঁওয়ে নোভা ফাউন্ডেশনের উদ্দ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

জানুয়ারি ১৪ ২০২৩, ২০:৫৫

Spread the love

ঠাকুরগাঁওজেলা প্রতিনিধিঃ উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। এতে অসহায় হয়ে পড়ছে হতদরিদ্র ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তাদের এ দূর্ভোগ লাঘবে ঠাকুরগাঁওয়ের চিলারং ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও চাদর বিতরণ করেন নোভা ফাউন্ডেশন।

শনিবার সকালে ভেলাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪৫০ টি কম্বল, ২০০ টি মহিলাদের চাদর এবং ৬০ টি পুরুষের চাদর শীতার্তদের মাঝে বিতরণ করেন এসব শীতবস্ত্র।

এ সময় নোভা ফাউন্ডেশনের চেয়ারম্যান একরামুল হায়দার এর নির্দেশে ভেলাপুকুর প্রাথমিক বিদ্যালয়ে শীতবস্ত্র কম্বল ও চাদর বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং চিলারং ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত এজিএম সোলেমান আলী, ভেলাজান মহাবিদ্যালয়ের সভাপতি আব্দুস ছামাদ।

এসময় নোভা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য নাজমুস সাকিব,একাউন্টস এন্ড ফাইন্যান্স অফিসার ওমর ফারুক নাহিদ,কার্যকরী সদস্য আবু তালহা,ভেলাপুকুর জামে মসজিদের পেশ ইমাম আবু সুফিয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও