রাজনৈতিক প্রেক্ষাপটে সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে: এরশাদ

অক্টোবর ২০ ২০১৮, ১৬:০৩

Spread the love
 জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আগামী নির্বাচনে জাপা ৩০০ আসনে নির্বাচন করবে। তবে রাজনৈতিক প্রেক্ষাপটে ভিন্ন কোন মেরুকরণ হতে পারে,  সেজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

আজ সকাল ১০ টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় পার্টি (জাপা) ও তার নেতৃত্বাধীন সম্মিলিত জোটের মহাসমাবেশে তিনি এ কথা বলেন ।
এরশাদ বলেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আমরা আগামী নির্বাচনের জন্যও প্রস্তুত রয়েছি। তবে আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন। আমরা প্রাদেশিক সরকার ব্যবসস্থা, নির্বাচন ব্যবস্থার, উপজেলাকে আরো স্বাধীন, শিক্ষাব্যবস্থার পরিবর্তন, জ্বালানি খাতকে উন্নয়ন করতে চাই, এদেশের কৃষি জমি নষ্ট করতে চাই না।
জাপা চেয়ারম্যান বলেন, এদেশের মানুষ জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় দেখতে চায়, যার প্রমাণ আজকের এই মহাসমাবেশ। আগামী নির্বাচনই সম্ভবত আমার জীবনের শেষ নির্বাচন। তাই আমি আপনাদের একটা নিরাপদ দেশ উপহার দিতে চাই।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও