দিনাজপুরে শুরু হয়েছে দিনাজপুর স্মার্ট টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ২৪ ২০২৩, ১৭:২৫

Spread the love

এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরে শুরু হয়েছে দিনাজপুর স্মার্ট টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।শুক্রবার(২৪ ফেব্রুয়ারী) দুপুরের গোর এ শহীদ বড় ময়দানে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। এতে অংশ নিয়েছে স্হানীয় এবং ঢাকা রাজশাহীসহ ১২ টি ক্রিকেট টিম।

খেলাধুলার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদক মুক্ত রাখতে প্রথম বারের মত এই টুর্নামেন্টের আয়োজন করেছে মুক্তিযুদ্ধের সংগঠক এবং সংবিধান প্রণেতা কমিটির সদস্য সাবেক এমপি মরহুম আব্দুর রহিম এর নামে গঠিক সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষনা কেন্দ্র।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, আয়োজক সংগঠনের কার্যকরি সভাপতি সফিকুল হক ছুটু, সাধারন সম্পাদক চিত্তঘোষ এবং জেলা ক্রীড়া সংস্হার সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলারসহ অন্যান্যরা।

এর আগে জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা। দেশাত্ববোধন নাচগান সহ স্হানীয় ইতিহাস ঐতিহ্য ভিত্তিক ডিসপ্লে প্রদর্শন করে শিক্ষার্থীরা। টুর্নামেন্টের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ৫ই মার্চ।

উদ্বোধনী খেলায় অংশ নেয় প্রচেষ্টা ক্রিকেট একাডেমি এবং ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির খেলোয়াড়রা।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও