নবাবগঞ্জে ড্রেন থেকে গণেশের মূর্তি উদ্ধার

মার্চ ১০ ২০২৩, ১৪:২৫

Spread the love

এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর নবাবগঞ্জে নলকূপের ড্রেন খনন করার সময় একটি গণেশমূর্তি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ৯ মার্চ রাত ১ টার দিকে শগুনখোলা গ্রামের আবু তালেবের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। বুধবার দুপুরে নলকূপের ড্রেন খননকালে তিনি মূর্তিটি পান।

পিতলের তৈরি মূর্তিটি সাত ইঞ্চি লম্বা এবং হালকা কালো রংয়ের। এর সামনে অক্ষত থাকলেও পেছনে চার ইঞ্চি ভাঙা রয়েছে।

পুলিশ জানায়, বুধবার দুপুরে শগুনখোলা মাঠের আবুতালেবের গভীর নলকূপের ড্রেন নির্মাণ করা হচ্ছিল। এসময় ধাতব পদার্থের একটি পুরাতন মূর্তি পান এমন গোপন সংবাদের ভিত্তিতে তালেবের বাড়িতে অভিযান চালানো হয়। তাকে জেরা করা হলে একসময় বিষয়টি স্বীকার করেন। পরে গোয়াল ঘর থেকে মূর্তিটি পুলিশের হাতে তুলে দেন।

হাকিমপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ফেরদৌস ওয়াহিদ বলেন, বুধবার দুপুরে শগুনখোলা মাঠের আবুতালেবের গভীর নলকূপের ড্রেন নির্মাণ করা হচ্ছিল। এসময় ধাতব পদার্থের একটি পুরাতন মূর্তি পান এমন গোপন সংবাদের ভিত্তিতে তালেবের বাড়িতে অভিযান চালানো হয়। তাকে জেরা করা হলে একসময় বিষয়টি স্বীকার করেন। পরে গোয়াল ঘর থেকে মূর্তিটি বের করে দেয়। বর্তমানে গণেশ মূর্তিটি থানা হেফাজতে রয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও