চাটখিলে প্রাথমিক শিক্ষক সমিতির ভবন উদ্বোধন

আনোয়ার হোসেন,বুরো প্রধান চট্টগ্রাম :নোয়াখালী চাটখিলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চাটখিল উপজেলা শাখা কার্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে।
চাটখিল দক্ষিণ বাজার সোনালী ব্যাংক সংলগ্ন প্রাথমিক শিক্ষক সমিতির নিজস্ব দ্বিতল ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও একটিভ ফাউন্ডেশন আলহাজ্ব জাহাঙ্গীর কবির, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি।
প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি চাটখিল উপজেলা শাখা নুরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এবিএম জিল্লুর রহমান সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া, চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি নাজমুল হুদা সাকিল, ভাইস চেয়ারম্যান চাটখিল উপজেলা পরিষদ এইচ এম আলী তাহের ইভু, চাটখিল মহিলা ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল ফারুক সিদ্দিকী ফরহাদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় কমিটি নাসিম ফারুকী, জমি দাতা ও উপদেষ্টা চাটখিল উপজেলা মেহেদি হাসান দিদার, সাধারণ সম্পাদক চাটখিল পৌর আওয়ামী লীগ সুমন চৌধুরী, সভাপতি ৬নং ওয়ার্ড ইসমাইল হোসেন, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের প্রাথমিক শিক্ষক, সাংবাদিক এবং সামাজিক বিশিষ্টজনেরা।