বালিয়াডাঙ্গীতে বিএনপি’র বিক্ষোভ

আগস্ট ০৬ ২০২৩, ০৯:২২

Spread the love

বালিয়াডাঙ্গী প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলার রায়কে কেন্দ্র করে বালিয়াডাঙ্গী বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন দলটির নেতাকর্মীরা।

অবৈধ সম্পদের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর এবং তার স্ত্রী জোবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত।এ রায়ের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে বিক্ষোভ মিছিল বের করলে বাধা দেয় পুলিশ তারপর নেতাকর্মিগণ সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেন।

বুধবার (২ আগস্ট) বিকেল ৬টায় বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুবুর রহমান নেতৃত্বে এ বিক্ষোভ করেন নেতাকর্মীরা।
ইতোপূর্বে তারেক রহমানের বিরুদ্ধে আরো কয়েকটি মামলায় সাজা দেওয়া হলেও এবারই প্রথম জোবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাজা হলো।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও