৭১ এর আন্দোলনে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের অগ্রণী ভূমিকা ছিল~ সালাম মূর্শেদী

ভ্রাম্যমান প্রতিনিধি , খুলনাঃ ১০২ , খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ লড়াই সংগ্রাম এবং আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন বেগম ফজিলাতুন্নেছা মুজিব।
বঙ্গবন্ধুর গোটা রাজনৈতিক জীবন ছায়ার মত অনুসরণ করে তাঁর প্রতিটা কাজে প্রেরণার উৎস্য হয়েছিলেন।
তিনি বলেন , বঙ্গবন্ধু যখন পাকিস্তানি শাসকদের হাতে বন্দি জীবন যাপন করেছিলেন তখন আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীরা ফজিলাতুন্নেছা মুজিবের কাছে ছুটে আসতেন।
বেগম ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধুর বিভিন্ন দিকনির্দেশনা পৌছে দিতেন নেতাকর্মীদের কাছে এবং লড়াই সংগ্রাম চালিয়ে যেতে উৎসাহ যোগাতেন।
এদেশের মানুষের আন্দোলন সংগ্রামে বেগম ফজিলাতুন্নেছা মুজিব যে দায়িত্ব কর্তব্য নিষ্ঠার দেশপ্রেম দূরদর্শী চিন্তা বুদ্ধিমত্তা এবং সাহসিকতার পরিচয় দিয়েছেন তাঁর ফলে জাতির পিতার পাশাপাশি তিনি বঙ্গমাতার আসনে অধিষ্ঠিত হয়েছিলেন।
জনাব সালাম মুর্শেদী বলেন , দেশের রাজনীতিতেতাঁর অনন্য সাধারণ ভূমিকার জন্য তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।
সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের আদর্শ এবং কর্মকাণ্ডের ইতিহাস ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
তিনি গত ৮ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা পরিষদের হল রুমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) সুমাইয়া সুলতানা এ্যানি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত ) তেরখাদা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খাঁন , জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম , উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও তেরখাদা সদর ইউনিয়নের চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান অহিদ , বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের , জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মোঃ মোতালেব হোসেন ।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন , উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন তেরখাদা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন , সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল মান্নান আঁকন , উপজেলা প্রকৌশলী শেখ ওয়ালিদ ইবনে হাসান।
অনুষ্ঠানে এছাড়া বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ , রাজনৈতিক সাংবাদিক এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি বারাসাত সোনার বাংলা পল্লী মুজিব শতবর্ষে ভূমিহীনদের জন্য নির্মিত হস্তান্তরযোগ্য গৃহ সমূহ পরিদর্শন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের অফিসার , জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।