জামিন পেয়ে ফের বেপরোয়া রূপগঞ্জের ভন্ড কবিরাজ মোঃ আলী 

সেপ্টেম্বর ১৭ ২০২৩, ১৬:০৬

Spread the love

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জঃ সাপুরের আড়ালে দূরারোগ্য ব্যধি সারানোর কথা বলে নিরীহদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া আর নারী নির্যাতনসহ প্রতারনা মামলার আসামী মোঃ আলী নারায়ণগঞ্জ জেলাকারাগার থেকে বেরিয়ে ফের বেপরোয়া হয়ে ওঠেছে। এর আগে ভুক্তভোগীর মামলার পর রূপগঞ্জের ওই ভন্ড কবিরাজকে গ্রেফতার করে আদালতে নিলে আদালত তাকে জেলাকারাগারে পাঠায়।

ক্যান্সার আক্রান্ত ৭ বছরের শিশু ইমরান হাসানের হটকিং লিমফোমা সারাতে দেশের চিকিৎসক দেখিয়ে সমাধান না পেয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইছাখালীর বাসিন্দা প্রতিবন্ধী খোকন মিয়া ভন্ড কবিরাজ মোঃ আলীর খপ্পরে পড়ে ১০ লাখের অধিক টাকা হারায়।

ভুক্তভোগী খোকন ঘুরছিলেন ছেলের চিকিৎসার খুঁজে একজন ডাক্তার বা কবিরাজ। এরই মাঝে ঢাকা মেডিকেলের সামনে দেখা হয় এক দরবেশ পরিচয়ে মোহাম্মদ আলী কবিরাজের সঙ্গে। শেষ ভরসা মনে করে খোকন ওই মোহাম্মদ আলীর ভক্ত হয়ে যায়। মোহাম্মদ আলী খোকনের ছেলে ইরানের ক্যান্সার সারাতে ভারতের বড় কবিরাজ দিয়ে তদবির করার প্রস্তাব দেয়। এতে ২০ লাখ টাকা দফাদফায় খরচের কথা জানালে খোকন তাতে রাজি হয়। ইতোমধ্যে ৫ বারে ১৭ লাখ টাকা ওই মোহাম্মদ আলীকে দেয় খোকন।

ভুক্তভোগী খোকন জানায়, ভারতে চিকিৎসার কথা বলে টাকা নেয়ার পর মোহাম্মদ আলী তার ব্যবহৃত মুঠোফোন সিম বন্ধ করে দেয়। এরপর পাগলের মতো খুঁজতে থাকে মোহাম্মদ আলীকে। তার দেয়া সাভারের সাপের বাজার ঠিকানায় খোঁজ নিয়ে ছবি দেখিয়ে জানতে পারে সে কবিরাজ নয়। বেদে পল্লীর প্রতারক বেদে।

যাদু টোনা আর কবিরাজীর নাম করে বহু লোকের কাছ থেকে টাকা নিয়ে ওখান থেকে পালিয়ে বেড়াচ্ছে। আরও জানতে পারে, সে দাড়ি কেটে ছদ্মবেশে ঢাকায় অজ্ঞাত স্থানে বসবাস করে আসছে।

এসব জানতে পেরে খোকন মামলা দায়ের করে রূপগঞ্জ থানায়। এটি নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ও রূপগঞ্জ থানা পুলিশের লোকজন যৌথ তদন্ত পূর্বক ওই প্রতারককে গ্রেফতারে মাঠে নামে। এরপর ১৪ আগষ্ট রূপগঞ্জ থানার উপ পরিদর্শক এসআই ফয়সাল আলমসহ সঙ্গীয় ফোর্স সোমবার মধ্যরাতে মাদারিপুরের বেদেপাড়া থেকে পুলিশে তাকে গ্রেফতার করে।

পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া যায় আসল নাম ও পরিচয়। তার আসল নাম রপন সরদার। বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানার চর ঠেংগামারা বেদেপাড়ায়।

এরআগে ২০২১ সালে বাদী খোকন মিয়ার ডায়াবেটিস মাত্রা বেড়ে গেলে পায়ের ইনফেকশন হলে ডাক্তার একপা কেটে দেয়। এতে সে কৃত্রিম পা লাগিয়ে কোনমতে চলাফেরা করে। এমন পরিস্থিতিতে প্রতারণার শিকার হয়ে সে এখন নিঃস্ব প্রায়।

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, বাদী খোকন প্রতারণার শিকার হয়েছেন এসব জেনে জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে পুলিশ প্রতারক মোহাম্মদ আলী ওরফে রপন সরদারকে গ্রেফতার করেছে এবং গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হবে।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও