নোয়াখালীর মাইজদী পৌর শহরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজন

আনোয়ার হোসেন, বুরো প্রধানঃ নোয়াখালী জেলার মাইজদী পৌর শহরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৬ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১১ টায় সময় নোয়াখালী জেলার মাইজদী পৌর শহরে সাবেক এমপি মোঃ শাহজাহান বাসায়, নোয়াখালী জেলা জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) উদ্যোগে কমী সভা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, জিসপ কেন্দ্রীয় নীতি নির্ধারণী কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, জিসপ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহজালাল ভূঁইয়া সবুজ ও জিসপ নোয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ।