রূপগঞ্জে অবরোধের সমর্থনে যুবদলের মশাল মিছিল
রূপগঞ্জ প্রতিনিধিঃ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও ইসি কর্তৃক নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে নবম দফা অবরোধের দ্বিতীয় দিনে দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মশাল মিছিল করেছে উপজেলা যুবদলের নেতাকর্মীরা । মঙ্গলবার (০৪ ডিসেম্বর) রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঠেরঘাট এলাকায় এ মশাল মিছিল করা হয়।
রূপগঞ্জ উপজেলা যুবদলের সমর্থক শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে মশাল মিছিলটি মুড়াপাড়া ইউনিয়নের মঠেরঘাট এলাকা থেকে মুড়াপাড়া বাজার এলাকায় গিয়ে শেষ হয়।