সাংবাদিকদের লেখনির মাধ্যমে চবি বিশ্ববিদ্যালয়ের সকল ধরণের অর্জন তুলে ধরার আহবান- উপাচার্য

ডিসেম্বর ০৯ ২০২৩, ১৫:১৮

Spread the love

আনোয়ার হোসেন, বুরো প্রধান চট্টগ্রাম :”আটাশে চবিসাস, প্রাণখোলা উচ্ছাস” এ প্রতিপাদ্যকে ধারণ করে চবি সাংবাদিক সমিতির (চবিসাস) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব-২০২৩ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা চবি কেন্দ্রীয় লাইব্রেরি অডিটরিয়ামে ৭ ডিসেম্বর ২০২৩ বেলা ১১:০০ টায় অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বিশিষ্ট কথা সাহিত্যিক প্রফেসর ড. শিরীণ আখতার।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ, চবি জাদুঘরের পরিচালক প্রফেসর ড. বশির আহাম্মদ, চবি সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আলী, চবি প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার ও সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া। আলোচনা সভায় ‘সাইবার সিকিউরিটি অ্যাক্ট : সাংবাদিকতায় নেতিবাচক প্রভাব ও করণীয়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন নীপু।

চবি সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব এ রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমাম ইমু এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবিসাসের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আজহার। এছাড়াও অন্যান্যদের মধ্যে চবিসাসের সাবেক সভাপতি হুমায়ুন মাসুদ, ইমরান হোসাইন, আসহাবুর রহমান শোয়েব এবং সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরী, রায়হান উদ্দিন ও সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ রাকীব উপস্থিত ছিলেন।

মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে চবি সাংবাদিক সমিতির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানান। তিনি বলেন, “সাংবাদিকরা গনমানুষের মুখপাত্র; তাদের লেখনির মধ্যদিয়ে সমাজের প্রকৃত চিত্র উঠে আসে। সাংবাদিকদের যেকোন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অধিকতর দায়িত্বশীল হয়ে সঠিক তথ্য-উপাত্ত উপস্থাপনের মাধ্যমে সংবাদ পরিবেশন করা বাঞ্ছনীয়”। মাননীয উপাচার্য আরও বলেন, “সংবাদের সত্যতা যাচাই না করে সস্তা জনপ্রিয়তা লাভের আশায় সংবাদ পরিবেশন সত্যিকারের সাংবাদিকতা হতে পারেনা। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের অধিকতর যত্নশীল হতে হবে”।

প্রসঙ্গক্রমে মাননীয় উপাচার্য বলেন, “প্রতিযোগীতামূলক এ বিশ্বে আমাদের মেধাবী শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষায় দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদেরকে সবক্ষেত্রে যোগ্যতর প্রমাণ করতে হবে।” মাননীয় উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংবাদপত্রের প্রতিনিধিদেরকে তাদের লেখনির মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের সবধরণের অর্জনগুলো তুলে ধরার আহবান জানান। পূর্বাহ্নে মাননীয় উপাচার্য চবি সাংবাদিক সমিতির (চবিসাস) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব-২০২৩ এর আনন্দ শোভাযাত্রা বেলুন-ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন। আলোচনা অনুষ্ঠান শেষে মাননীয় উপাচার্য সাংবাদিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

অনুষ্ঠানে চবি বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, চবি সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সূধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও