চিরিরবন্দরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বইমেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

ফেব্রুয়ারি ২২ ২০২৪, ১০:০৭

Spread the love

চিরিরবন্দরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বইমেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর চিরিরবন্দরে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এবং ৪ দিন ব্যাপী বইমেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংস্থা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিবসের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, সকাল সাড়ে ৬ টায় প্রভাতফেরি, বেলা ১১ টায় ৪ দিন ব্যাপী বইমেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও পিঠা উৎসব উদ্বোধন শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার একেএম শরীফুল হকের সভাপতিত্বে সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান লায়লা বানু, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসনাত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জ্যোতিশ চন্দ্র রায় প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বইমেলায় ১৪ টি স্টল, ব্লাড ডোনার গ্রুপের ক্যাম্পেইন, চিরি নদীর বাতিঘর, স্কাউট ও পিঠা উৎসবের ১০ টি স্টল রয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও