ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক ফরহাদ আহমদকে স্টুডেন্টস’ ল’ ফোরামের বিদায় সংবর্ধনা

মে ১৮ ২০২৪, ১৬:২১

Spread the love

আনোয়ার হোসেন, বুরো প্রধান চট্টগ্রাম :ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের প্রভাষক ও স্টুডেন্টস’ ল ফোরামের কোঅর্ডিনেটর জনাব ফরহাদ আহমেদকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।  শুক্রবার (১৭ মে) সকালে ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলায়তনে আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে ও স্টুডেন্টস’ ল ফোরামর আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক জনাব ড. এম জামালউদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্য তিনি বিদায়ী শিক্ষকের আগামীর পথচলা যেন সুন্দর ও সমৃদ্ধ হয় তার জন্য শুভ কামনা জানান।

আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান জনাব ড. মোঃ নাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রেজিস্ট্রার অধ্যাপক জনাব ড. মোস্তাফা কামাল, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোহাম্মদ হারুন আল রশীদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ডিন ও ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের খন্ডকালীন অধ্যাপক জনাব এবিএম আবু নোমান, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) জনাব মুহাম্মদ আলী আক্কাস, প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ আয়াতুল্লাহ, সহকারী অধ্যাপক জনাব সাখাওয়াত সাজ্জাত সেজান।

আইন বিভাগের ৩১ তম ব্যাচের শিক্ষার্থী কামরুজ্জামান জেহাদ ও কাজী সুমাইয়ার যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার জনাব শাহ আলম, প্রভাষক কাজী তাসনিম জাহান, প্রভাষক উম্মে হাবিবা জিতু, ল স্টুডেন্টস’ ফোরামের সাধারণ সম্পাদক ইসফার উজ জামান ইফাজ, ল ব্লাড সেলের সাধারণ সম্পাদক রাকিব আহমেদ মিয়াজীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও