দিনাজপুরে ওয়ারিং ত্রুটির কারণে রোগী বহনকারী মাইক্রোবাসে আগুন

মে ২৫ ২০২৪, ০০:৩৪

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর বিরল উপজেলায় রোগী বহনকারী একটি মাইক্রোবাসে আগুন লেগে পুড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার (২২ মে) রাত ৯টার দিকে দিনাজপুর-পীরগঞ্জ সড়কের বাজনাহার রেল ক্রসিংয়ের কাছে এ ঘটনাটি ঘটেছে। ওয়ারিং ত্রুটির কারণে এই আগুনের সূত্রপাত বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন।

মাইক্রোবাসের চালক ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার দক্ষিণ সনবাড়ী গ্রামের হামিদুর রহমান জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে একজন রোগীসহ মোট ৬ জন যাত্রী নিয়ে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে যাচ্ছিলেন। পথে মাইক্রোবাসটি বাজনাহার রেল ক্রসিংয়ের কাছে পৌঁছালে চলতি অবস্থায় ইঞ্জিনে আগুন লেগে যায়। এ সময় রোগীসহ যাত্রীদের দ্রুত মাইক্রোবাস থেকে নামিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়। পরে মাইক্রোবাসে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তে গোটা মাইক্রোবাসে আগুন জ্বলতে থাকে। নিমিশেই মাইক্রোবাসটি পুড়ে যায়।

স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ২ ঘণ্টা মতো যানবাহন চলাচল বন্ধ ছিল।

বিরল থানা অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মাওলা শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, মাইক্রোবাসটির মালিক ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার মীরডাঙ্গী গ্রামের আলী হাসান। চালক হামিদুর রহমান রোগী ও রোগীর স্বজনদের বহন করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যাচ্ছিলেন।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও