বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মে মাসের সভা অনুষ্ঠিত

নুর আলম,জেলা প্রতিনিধিঃ (বৃহস্পতিবার) দুপর ১২ টায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ২০২৪ সালের মে মাসের সভা অনুষ্ঠিত হয়।
মাসিক সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও ২ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন ।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকিলা আকতার , বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জনাব আহাদুজ্জামান সজিব, মেডিসিন বিশেষজ্ঞ আলী আফজাল, ডা: মোজাম্মেল হক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ মাসিক সভার বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকিলা আকতার হাসপাতালে রোগীরদের যথাসাধ্য সেবা দেওয়ার চেষ্টা করছেন বলে জানান।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আহাদুজ্জামান সজিব জানান, হাসপাতালে ২৪ ঘন্টাই আমি রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করি। যাতে রোগীদের কোন অসুবিধা না হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য সেবা উন্নয়ন ব্যবস্থাপনা কমিটির মাসিক সভার সভাপতি ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
পরে হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা: আলী আফজালের বদলী জনিত বিদায় উপলক্ষে তাকে ক্রেস্ট ও উপহার তুলে দেন হাসপাতাল কর্তৃপক্ষ।