২০২১ সালের সকল পরীক্ষা বাতিল করে পুনঃ পরীক্ষা নেওয়ার জন্য মানববন্ধন করেন ব্যাংক পরীক্ষার্থীরা
![](http://dailyagomoni.com/wp-content/uploads/2024/05/Messenger_creation_7c88dd37-a2fb-4c66-8103-ca079e4a6ac1-720x405.jpeg)
আনোয়ার হোসেন, বুরো প্রধান চট্টগ্রাম: BIBM কর্তৃক গৃহীত ব্যাংকের ২০২১ সালের ভিক্তিক সকল প্রশ্ন পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য আজ ২৩-০৫-২০২৪ বৃহস্পতিবার ঢাকা, মতিঝিল বাংলাদেশ ব্যাংক সকাল ১০ টা থেকে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেন ২০২১ সাল ভিক্তিক ব্যাংক পরীক্ষার্থীরা।
মানববন্ধন কারী শিক্ষার্থীদের দাবী হলো:
১. পিএসসি’র মত বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকার্স সিলেকশন কমিটি কে স্বতন্ত্র নিয়োগ বোর্ড তৈরি করতে হবে। এতে করে কে টেন্ডার পেল তা নিয়ে চিন্তা বন্ধ হবে আর একই প্রতিষ্ঠান বারবার প্রশ্ন করার সুযোগ বন্ধ হওয়ায় উপকৃত হবে মেধাবী শিক্ষার্থীরা।
২. ব্যাংকের প্রিলি এবং রিটেন এর সিলেবাস থাকবে। বর্তমানে সিলেবাস আছে যা প্রশংসাযোগ্য।
৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ ভর্তি পরীক্ষায় কোন সাবজেক্টে কত মার্কস পায় তারা তা দেখাতে পারলে অন্যান্য নিয়োগ পরীক্ষায় এটা কেন দেখাতে পারবেনা? এতে করে প্রিলি পরীক্ষা শেষে কাটমার্কস এর আলোচনা বন্ধ হবে।
৪. যারা এপ্লিকেশন করবে তাদের সবাইকেই পরীক্ষা দেয়ার সুযোগ করে দিতে হবে। আগে বা পরে এডমিট তোলার কোন বিষয় থাকতে পারেনা।
৫ . রিটেন এর খাতা দ্রুত সময়ের মধ্যে (৬ মাস এর বেশি নয়) ফলাফল প্রকাশ করতে হবে।
৬. ভাইভা শেষে চূড়ান্ত মেরিট লিস্ট প্রদান করতে হবে, এতে করে প্যানেলে দুর্নীতির অভিযোগ থাকবেনা। কারা জব পাবে তা সুস্পষ্ট হবে।